আমার ছেলে আর আমার মায়ের কথোপকথন …..
ছানা: তুমি মোটেই সুবিধের লোক নও, তুমি আমাকে টাইগার শ্রফ দাদার মতন নাচতে বারণ করো
মা (হাসি চেপে): তুমিও সুবিধের লোক নও, আমি রাত্রে তোমার ঘরে ঢুকে ac চালিয়ে দেব, ঠান্ডা লেগে যাবে
ছানা (আরো ক্ষেপে গিয়ে) : আমিও রাত্রে তোমার ঘরে কড়া নেড়ে পালিয়ে যাবো
.
.
.
.
আরো খানিকক্ষণ চলছিল ব্যাপারটা । আসলে আজ থেকে দশ বছর আগে বাবা আমাদেরকে ছেড়ে হুরিপরী দের সঙ্গে প্রেম করতে চলে যায়, আর মা যেহেতু কম্পেটিশন কোনোকালেই পছন্দ করে না (তাও বেহেস্তের হুরিপরী র সঙ্গে) , ফলে এই দিনটায় একটু ব্যমকে থাকে। তা, অন্যবার আমি দায়িত্ব নিই মাকে খেপিয়ে রাগিয়ে মনটা অন্যদিকে ঘুরিয়ে রাখার, এবার দেখলাম আমার ছানা দায়িত্ব নিজেই নিয়ে নিয়েছে। তা বেশ, তা বেশ ….. বুঝে হোক না বুঝে হোক, একটা বাজে দায়িত্ব তো আমার থেকে নিয়ে নিয়েছে।
বাবার ও হয়তো একটু মুড অফ, আকাশ থেকে বৃষ্টি নামছে আমাদের এখানে অঝোরে …..
নামুক, চার্লি সাহেব বলেছিলেন, বৃষ্টি কান্নাকে ঢেকে দেয়, হয়তো ভেতরেরটাও …..