Michael ….. সিনেমা নিয়ে গপ্পো, না কি সিনেমার গপ্পো ? কুশীলবরা সিনেমা করছিলেন নাকি কুশীলবদেরই গল্প নিয়ে এই সিনেমা ? Mir Afsar Ali একাই বিশাল চাপ কাঁধে নিয়েছেন, আর প্রথম নায়কের চরিত্রেই “বাপি বাড়ি যা” মার্কা শট , horny অথচ অতীতের ছায়ায় বসবাসকারী বুড়োর (বৃদ্ধের নয়….. ) চরিত্রে সৌমিত্র দুর্ধর্ষ । Swastika Mukherjee র প্রতি একদম যে দুর্বলতা নেই, তা কোন পুরুষই বলতে পারবেন না, আমিও অবশ্যই ব্যতিক্রম নই । যতক্ষণ স্ক্রিনে আছেন খিচখিচে অথচ চাপা প্রেমিকা স্ত্রীর চরিত্রে, চোখ ফেরানো দায়। বাকিরাও যথাযথ । এট্টু শুধু এট্টু দৈর্ঘ্যে ছোট হলে হয়তো ষোলকলা পূর্ণ হতো, কিন্তু তাহলেও খাসা। Mirchi Somak, এবার তুমিও নেমেই পড়ো পুরোপুরি সিনেমায়, খাসা লেগেছে।
বাকিটা ? সিনেমাটা দেখেই বলুন …….
P.S ….. ইস্পেশাল স্ক্রিনিং দেখতে কিন্তু আমাদের মতো পাতি বাঙালির হেব্বি লাগে , কত্ত আর্টিস্ট কত্ত আর্টিস্ট …… বাবাঃ …….
একটা প্রশ্ন সিনেমা–নির্মাতাদের জন্য। বাংলা সিনেমা দেখতে আমরা ভালোবাসি, বিশ্বাস করুন– চাই। কিন্তু, রোজ ছুটতে গিয়ে সিনেমাহলের ওই স্বল্পসংখক শোএর সময়ের সঙ্গে মিলিয়ে গিয়ে উঠতে পারি না। না, এটা কোনো অজুহাত নয়, নিখাদ সত্য। আর আমার মা যেমন বাড়ির থেকে বেরোতে পারে না, ফলে তীর্থের কাকের মতন বসে থাকতে হয় কবে সেই সিনেমা আসবে TV চ্যানেলে। তাতে তারপর সেই অজস্র বিজ্ঞাপনের মিছিল। যাকগে, প্রশ্নতা হচ্ছে, আপনারা কি সত্যিই সিনেমাগুলোকে কোনো paid online মিডিয়ামে ছাড়তে পারেন না ? টাকা দিয়ে দেখতে সমস্যা নেই, বিশ্বাস করুন, সত্যিই নেই , সময়টারই যে বড্ডো অভাব। কোনো paid app – paid youtube – উপায় কি সত্যিই নেই ? একটু ভেবে দেখতে পারেন। হলে যাওয়া দরকার জানি, কিন্তু সবসময় বা সবার পক্ষে তো হয়ে ওঠে না …… একটু ভেবে দেখলে কেমন হয় ? কারোকে Tag করছি না , কিন্তু প্রশ্নটা হয়তো আমার মতন আরো অনেকেরই।
পরিবর্তনটা কিন্তু এসে গেছে বা যাচ্ছে – আর তার সঙ্গে একটু না পাল্টালে ক্রমশঃ নতুন বাঙালি সিনেমা কেউ দেখে না বলে কান্নাকাটি করেও বোধহয় কোনো লাভ নেই। ইন্ডাস্ট্রি বঞ্চিত হবে দর্শক থেকে আর আমরা দর্শকরা ভালো সিনেমা থেকে।
ভেবে দেখতে পারেন।