Khuda gawah movie and memories of a middle aged die-hard romantic fan …..
একটু আগে হঠাৎ ঘাঁটতে ঘাঁটতে এই ক্লিপটা সামনে এসে পড়লো আর ব্যাস, আটকে গেলাম। হিন্দি সিনেমায় হিরো অনেকেই এসেছেন, বসকে নিয়েও অনেকেই কাজ করেছেন বা করবেন, কিন্তু মুকুল s আনন্দের মতন তাঁর heroism টাকে তুলে ধরতে বোধহয় খুব কারোকে দেখেছি বলে তো এক্ষুনি মনে পড়ছেনা। শালা, শুধু এই ক্লিপটাই হলে পয়সা তোলার জন্য যথেষ্ট।
বহু বছর পর দুই বঁধুর দেখা, শুধু এক আলিঙ্গনেই যেন এতগুলো বছর শুষে নিলো দুজনে। দুজনের চোখের মুগ্ধতা , মাপা আবেগ- গলার মধ্যে একটা দলা যেন নিজের থেকেই পাকিয়ে আসে। আর বাকিরা জাস্ট এক্সট্রার মতো তাদের সেই মুহূর্তকে আগলে রাখার দায়িত্বে। অন্যপক্ষ তরোয়াল চালালেও বাদশা খান শুধু একহাতে আটকে যায় সেটাকে, অন্যহাতে প্রেমিকার আলিঙ্গন। আঃ, বিরক্ত করো কেন এত ?
আর শেষে সেই মহাকাব্যিক ending … একে অন্যের মধ্যে খুঁজে পাচ্ছে শেষ দেখা সেই বঁধুকে। হাত বাড়িয়ে দিচ্ছে একটা শেষ অন্তহীন স্পর্শের জন্য, for the last eide together । আর ক্রমশঃ মিলিয়ে যাচ্ছে দিকচক্রবালে। জাস্ট ভাবা যায় না।
আজকাল সিনেমায় এরকম মনে রাখার মতন শেষ হয় না, সময় কমে আসছে, সবারই, সিনেমারও। তবে এরকম একটা শেষ বোধহয় একটা সিনেমাকে অমর করে রাখে।
যাই, ছানাকে এই ক্লিপটা আরেকবার দেখাই …