Drishtikone- আর কিছু বক্তব্য:-
কদিন আগে আমার গিন্নীর পাল্লায় পড়ে দৃষ্টিকোণ দেখলাম। তাই গোড়াতেই বলে রাখি, আমি একটু গোদা জনতা। মানে সূক্ষ বিষয় খুব একটা আসেনা আর কি। কিন্তু, বৌয়ের কথা অমান্য করা মহাপাপ, তাই গেলাম।
প্রথম যেটা মনে প্রশ্ন এলো, এটা কি সম্পর্কের টানাপড়েন না crime thriller ? মানে, দাবিটা কি ….. শুধু চোখের জন্য ঋতুপর্ণা প্রসেনজিৎ কে ঐভাবে stalk করছেন ? একটু বাড়াবাড়ি হয়ে গেল না ? কৌশিকবাবুকে বলার ধৃষ্টতা আমার নেই , কিন্তু crime angle তা না থাকলেই সেক্ষেত্রে সবাই (পরিচালক এবং কাহিনীকার শুদ্ধু সবাই ) মেরে খেলতে পারতেন যেন।
অভিনয়ে প্রথম বলবো চূর্ণী গঙ্গোপাধ্যায়- অসাধারণ বললেও কম বলা হয়, শুধুমাত্র চোখের ভাষায় তিনি কথা বলেছেন। প্রসেনজিৎ দারুণ, মানে ময়ূরাক্ষী র পর এখানেও তিনি প্রসেনজিৎ (পসেনজিত ….. ) নন এবং দেখিয়েছেন কেন tullygunge এ এখনো তিনিই রাজা । ঋতুপর্ণা বেশ ভালো, কিন্তু হয়তো একটু উচ্চকিত।
বাকি সবই হলো, কিন্তু ওই কিন্তুটা থেকেই গেল।